এমবিবিএস পড়ার জন্য বর্তমানে প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী নিজ দেশ ছেড়ে পাড়ি জমাচ্ছে বিদেশে। উচ্চমাধ্যমিকের পর আমাদের সবারই কমবেশি স্বপ্ন থাকে উন্নত দেশ থেকে উচ্চশিক্ষা গ্রহণ করার। কিন্তু বাংলাদেশের অধিকাংশ শিক্ষার্থীর যোগ্যতা থাকা সত্ত্বেও সঠিক দিকনির্দেশনার অভাবে বিদেশে উচ্চশিক্ষার এই স্বপ্ন অধরা থেকে যায়। বিদেশে উচ্চশিক্ষার কথা শুনলে প্রথমেই যে প্রশ্নটি আমাদের মাথায় ঘুরপাক খায়, সেটি হলো কোন দেশে সাধ্যের ভেতর এমবিবিএস ডিগ্রি লাভ করা সম্ভব।
যে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতে চান, তার মান অবশ্যই বড় একটি ব্যাপার। তবে টিউশন ফি, জীবনযাত্রার ব্যয়, ভবিষ্যতে উচ্চশিক্ষা বিষয়টিও বিবেচনায় রাখাটা জরুরি। এশিয়া,মধ্য এশিয়া এবং ইউরেশিয়ান বেশ কয়েকটি দেশ বিদেশিদের সাশ্রয়ী খরচে পড়ার সুযোগ দেয়। এমন কিছু দেশ আছে যারা বিদেশি শিক্ষার্থীদের জন্য খুবই কম খরচে উন্নত শিক্ষার পাশাপাশি চাকরিরও সুযোগ প্রদান করে। ফলে, শিক্ষা ও জীবনধারণের ব্যয় সহজ হয়ে যায়।
নিচে বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি ও জীবনযাত্রার ব্যয় কম এমন দেশগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে
কিরগিস্তান
এশিয়ার সুইজারল্যান্ড খ্যাত কিরগিস্তান। পাহাড়বেষ্টিত সুন্দর দেশ। মেডিসিন এবং চিকিৎসাশাস্ত্র পড়ার জন্য উপমহাদেশের স্টুডেন্ট কাছে পছন্দের দেশ।
সুবিধা:
- পড়ালেখা ইংরেজি মিডিয়ামে
- মেডিকেল বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কতৃক স্বীকৃত।
- ওয়ার্ড হেলথ এবং ইউরোপ,ইউকে,কানাডা,অস্ট্রেলিয়া, ইউএসএ মেডিকেল কাউন্সিল দ্বারা স্বীকৃত।
- ছেলে এবং মেয়েদের জন্য আলাদা হোস্টেল ব্যবস্থা
- পর্যাপ্ত হসপিটাল ফ্যাসিলিটিজ সম্পন্ন।
- সহয ভিসা প্রক্রিয়া
- IELTS এবং ব্যাংক স্পন্সরের প্রয়োজন নেই।
- সেমিস্টার সিস্টেমে টিউশন ফি প্রদানের ব্যবস্থা।
প্রসেসিং টাইম:
- আবেদন করার ২-৫ কার্যদিবসের মধ্যে এডমিশন লেটার
- এডমিশন লেটার পাওয়ার ৫-১০ কার্যদিবসের মধ্যে ভিসা
*কিরগিজ ইউনিভার্সিটি স্টুডেন্টদের ই-ভিসা প্রদান করে তাই ভিসার জন্য আলাদা করো এমবাসি ফেস করতে হয় না।
কিরগিস্তানে BMDC অনুমোদিত সেরা ইউনিভার্সিটি :
কিরগিজ স্টেট মেডিকেল একাডেমি
কিরগিজ স্টেট মেডিকেল একাডেমি কিরগিস্তানের সবচেয়ে পুরনো সরকারি মেডিকেল ইনস্টিটিউট। সেন্ট্রাল এশিয়ার মধ্যে সেরা একটি ইউনিভার্সিটি। ফ্রেবুয়ারি এবং সেপ্টেম্বর দুই সেশনে এমবিবিএস সাবজেক্টে এডমিশন নেওয়ার সুযোগ রয়েছে।কোনরকম ভর্তি পরীক্ষা ছাড়া সরাসরি ফরেন কোটায় বাংলাদেশি স্টুডেন্টরা এডমিশন নিতে পারে।বছরে ৪৬০০$ টিউশন ফি এবং ৮০০ ডলার হোস্টেল ফি।
কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি
কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি কিরগিস্তানের সবচেয়ে পুরনো সরকারি বিশ্ববিদ্যালয়। এশিয়া র্যাংকিং ৫০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম।কিরগিস্তানের রাজধানী শহরে প্রাণকেন্দ্রে এই ইউনিভার্সিটির সুবিশাল ক্যাম্পাস। ফেব্রুয়ারী / সেপ্টেম্বর দুই সেশনে এমবিবিএস সাবজেক্টে এডমিশন নেওয়া যায়। বাৎসরিক ৩৮০০$ টিউশন ফি এবং ৮০০ ডলার হোস্টেল ফি।
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব কিরগিস্তান
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব কিরগিস্তান ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত কিরগিস্তানের পুরনো প্রাইভেট ইউনিভার্সিটি। কিরগিস্তানের হেলথ কেয়ার সেক্টরে যুগান্তকারী এক ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব কিরগিস্তান। ফেব্রুয়ারী এবং সেপ্টেম্বর বছরে এই দুই সেশনে এই ইউনিভার্সিটিতে এডমিশন নেওয়া সম্ভন।বছরে ৪৬০০ ডলার টিউশন ফি এবং ৮০০ ডলার হোস্টেল ফি।
এডাম ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন
এডাম ইউনিভার্সিটি কিরগিস্তানের একটি মিড বাজেটের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়। ইউরোপিয়ান জয়েন্ট স্কলারশীপ এরাসমাস অন্তর্ভুক্ত একমাত্র মেডিকেল স্কুল কিরগিস্তানের মধ্যে।৩৬০০ ডলার বাৎসরিক টিউশন ফি এবং ৮০০ ডলার হোস্টেল ফি। ফেব্রুয়ারী এবং সেপ্টেম্বর বছরে দুই সেশনে এমবিবিএস সাবজেক্টে এডমিশন নেওয়া সম্ভব।
অভিসিনা ইন্টারন্যাশনাল মেডিকেল বিশ্ববিদ্যালয়
অভিসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় মিড বাজেটের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়।৩৬০০ ডলার টিউশন ফি এবং ৮০০ ডলার হোস্টেল ফি।ফেব্রুয়ারী এবং সেপ্টেম্বর বছরে দুই সেশনে এমবিবিএস সাবজেক্টে এডমিশন নেওয়া সম্ভব।
রয়েল মেট্রোপলিটান ইউনিভার্সিটি
রয়েল মেট্রোপলিটান ইউনিভার্সিটি কম বাজেটের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়।৩৫০০ ডলার টিউশন ফি এবং ৮০০ ডলার হোস্টেল ফি।ফেব্রুয়ারী এবং সেপ্টেম্বর বছরে দুই সেশনে এমবিবিএস সাবজেক্টে এডমিশন নেওয়া সম্ভব।
ইন্টারন্যাশনাল ইউরোপিয়ান ইউনিভার্সিটি
ইন্টারন্যাশনাল ইউরোপিয়ান ইউনিভার্সিটি কম বাজেটের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়।৩০০০ ডলার টিউশন ফি এবং ৮০০ ডলার হোস্টেল ফি।ফেব্রুয়ারী এবং সেপ্টেম্বর বছরে দুই সেশনে এমবিবিএস সাবজেক্টে এডমিশন নেওয়া সম্ভব।
যোগাযোগ
+8801705506969 (Dr Asadul Islam)
ইমিগ্রেশন ওয়ার্ল্ড
১২-১৩ মতিঝিল বানিজ্যিক এলাকা, রহমান চেম্বার (লিফটের ৫) ঢাকা -১০০০। বাংলাদেশ।
(শাপলা চত্বর ও মধুমিতা হলের মাঝে।)